Advertisement

Main Ad

একটি সাংঘর্ষিক অনুভূতি !

আমরা সবাই বলে থাকি , আমি জাহান্নামকে ভয় করি, আল্লাহকে ভয় করি । কিন্তু চারদিকে তাকিয়ে দেখুন মনে হয় সবাই যেন ছুটির দিন উদযাপন করছে । কোথায় সে ভয় ? কোথায় সে আতঙ্ক ? আপনার জীবনে কখনাে কোনাে দিন কি এমন হয়েছে যে আপনি সারা রাত ঘুমাতে পারেন নি? মুভি দেখে নয় বা কোনাে আড্ডা দিয়ে নয়। বরং জাহান্নামের ভয়ে আপনি সারা রাত ঘুমাতে পারেন নি। এমন কি কখনাে হয়েছে ?

আমি এমন মানুষের কথা জানি যারা পরেরদিন সকালের পরীক্ষার কারণে ঘুমাতে পারেন নি। কেউ হয়তাে ভালােবাসার কারণে ঘুমাতে পারে নি । কোনাে যুবক যদি প্রেমে পড়ে তবে সে ঘুমাতে পারে না। আল্লাহর কসম ! আমি মিথ্যা বলছি না। কোনাে বােনও যদি এভাবে প্রেমে পড়ে ঘুমাতে পারে না। তারা সারারাত মােবাইলে কথা বলে কাটিয়ে দেয়। যদি কথা না বলে তবুও একে অন্যের কথা মনে করে ঘুমাতে পারে না । কারাে হয়তাে কোর্টে হাজিরা দিতে হবে , তাই দুশ্চিন্তায় রাতে ঘুম আসে না। সর্বশেষ কখন আপনার অন্তরে আল্লাহর ভয়ের কারণে সারা রাত ঘুমাতে পারেন নি ?

আপনি কি কখনাে এমন কারাে সাক্ষাৎ পেয়েছেন যার মুখ মলিন হয়ে আছে,চোখ লাল হয়ে আছে-তারপর আপনি জিজ্ঞেস করলেন “ কী হয়েছে ? ” সে জবাব দিলাে “ আল্লাহর কসম! ভাই , আমি জাহান্নামের ভয়ে ভীত” এটা শুনলে আপনি হয়তাে হেসে দিতেন । সত্যিই ?! বেশি ওয়াজ শােনার কারণে মনে হয় তার এ অবস্থা হয়েছে! কেউ একজন তাকে সমুদ্র সৈকতে নিয়ে যাও । তাকে কিছু মজা করতে দাও!আমাদের সময়ে জাহান্নামের ভয়ে ভীত হওয়া স্বাভাবিক নয় কিন্তু জীবনে আর সবকিছুকে ভয় পাওয়া যেন স্বাভাবিক । আল্লাহর ভয় হয়ে পড়েছে অস্বাভাবিক ।

আর আজকে আমার কথা বলার উদ্দেশ্য এটাই । আমরা চাই মানুষ আল্লাহকে ভয় করুক,আমরা চাই মানুষ জাহান্নামের ভয়ে উদ্বিগ্ন হয়ে পড়ুক। আপনাদের চোখ খােলা রেখে মনােযােগ দিয়ে পড়ুন আল্লাহ বিশ্বাসীদের বর্ণনা দিতে গিয়ে কি বলেছেন।তিনি সুবহানাহু ওয়া তা'য়ালা ধার্মিক লােকদের বর্ণনা দিতে গিয়ে বলেন–

এবং যারা তাদের পালনকর্তার শাস্তি সম্পর্কে ভীত - কম্পিত । [ সূরা মাআরিজঃ ২৭ ]

আল্লাহ ঠিক তার পরবর্তী আয়াতে বলেন-

নিশ্চয় তােমাদের রবের আযাব এমন যে, এ থেকে (মােটেই) নিশ্চিন্ত (হয়ে বসে) থাকা যায় না। [ সূরা মাআরিজঃ ২৮]

দুর্ভাগ্যবশতঃ আমি আপনি মনে মনে একটা উপসংহারে চলে এসেছি। জানেন সেই উপসংহারটি কি? আমার কোনাে সমস্যা হবে না । সত্যিই ? ভালােভাবে নিজেকে প্রশ্ন করে দেখুন। আরে ভাই ! কি যে বলেন ! আমি জাহান্নামে যাবাে ? ভাই আমি নামাজ পড়ি, রােজা রাখি , হজ্জে যাই । আমি যদি দোজখে যাই তাহলে বাকি সবার কী হবে ? মানুষ ক্লাবে যায় , জিনা করে , মদ খায় আরাে কত পাপ করে!আর আমি দোজখে যাবাে ? আলহামদুলিল্লাহ ! আমার সমস্যা হবে না । এই রােগটি খুবই ভয়ংকর । কেন এই রােগটি ভয়ঙ্কর এবং সর্বত্র ছড়িয়ে পড়েছে ? আপনি যদি ভালােভাবে নিজেকে পর্যবেক্ষণ করেন দেখবেন , আপনার কোনােরকম শাস্তি হবে এ ব্যাপারে আপনার একটি অংশ সন্দেহ করে । তাই আমরা যদি জাহান্নাম সম্পর্কে আলােচনা করি তবুও তার কোনাে প্রভাব আমাদের উপর পড়ে না। আরে ! উনি তাে কাফেরদের সম্পর্কে বলছেন । আমি ভালাে আছি। আমি তাে এতাে খারাপ না ।

আমরা যদি আল্লাহর রাসূলের শ্রেষ্ঠতম সাহাবাদের দিকে তাকাই – হজরত আবু -বকর , ওমর , ওসমান (রা) যাদেরকে রাসূল (সঃ) জান্নাতের সুসংবাদ দিয়েছেন । আর সেকারণে তাঁদের এখন এটা দৃঢ় বিশ্বাস করতে হবে যে ,তাঁদের কোনাে শাস্তি হবে না । কিন্তু তারপরেও তাদের অন্তরে আল্লাহর ভয় ছিল । তারপরেও তারা রাত জেগে ইবাদত করতেন । তারপরেও তারা কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানাের ভয় পােষণ করতেন।আবু বকর (রা) কে রাসূল বলেন – “ হে আবু বকর ! জান্নাতের আটটি দরজা তােমাকে জান্নাতে প্রবেশের আহবান জানাবে । ” একবার ধারণা করুন , জান্নাতের আটটি দরজা আপনাকে জান্নাতে নেয়ার জন্য পরস্পর প্রতিযােগিতা করছে । হযরত ওমর সম্পর্কে রাসূল (সঃ) বলেন – হে ওমর ! তুমি যখন কোনাে পথ দিয়ে হাট ,শয়তান সেখান থেকে পালিয়ে যায় । আর হজরত ওসমানের নিকট রাসূল (সঃ) তার দুই কন্যাকে বিয়ে দেন (একজনের মৃত্যুর পর অন্য জনকে) । একবার কল্পনা করুন , আল্লাহর রাসূল আপনার শ্বশুর । হজরত আলী (রাঃ) সহ এরকম দশজন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দেয়া হয়েছিলাে । তারপরেও তাদের অন্তর আল্লাহর ভয়ে সদা ভীত-সন্ত্রস্ত থাকতাে ।

এখন আমি আপনাদের জিজ্ঞেস করছি , তাহলে কেন আমাদের এ ব্যাপারে কোনাে উদ্বেগ উৎকণ্ঠা নেই ? আমাদের অন্তরে কোনাে ভয় নেই কেন ? মানুষ চালাকি করে বলে , আমার আল্লাহর রহমতের উপর বিশ্বাস আছে । আমি আপনার মতাে নই । আমার আল্লাহর রহমত এবং দয়ার উপর বিশ্বাস আছে । আমি তাদের বলি তাহলে আবু বকর - ওমরের কি ছিল ? আল্লাহর দয়ার উপর সন্দেহ? না , এটা হতে পারে না ।আপনি যদি আসলেই ধার্মিক হয়ে থাকেন , তাহলে আপনি তাদের পথে থাকবেন । আপনার অন্তর যদি প্রশান্ত হয় , তাহলে আপনার অন্তরেও তাদের মতাে সবসময় একটি সাংঘর্ষিক অনুভূতি বিরাজমান থাকবে । ভয় এবং আশার মিশ্রণ । কিন্তু আমাদের আছে কেবল আশা , আশা আর আশা । আল্লাহর ভয় ? মাঝে মধ্যে আপনার অন্তরে অনুভূত হয় । কোনাে লেকচার শুনলে হয়তাে কিছুটা অনুভূত হয় । তারপর আবার মানুষের সাথে মিশলে তা হারিয়ে যায় । আমরা দিন রাত সারাক্ষণ হাসি-আনন্দে মেতে থাকি । অথচ আল্লাহ বলেন ।

তােমরা কি এই বিষয়ে আশ্চর্যবােধ করছাে ?এবং হাসি ঠাট্টা করছ! ক্রন্দন করছ না ?

সত্যিকারের প্রশান্ত অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে।আল্লাহর ভয়ে কাঁদতে হবে । আমাদের এই অনুভূতিগুলাে থাকতে হবে।এগুলাে হলাে সঠিক ঈমানের লক্ষণ ।

লেখাটি শায়েখ ওমর আল বান্নার
প্রশান্তির খোঁজে বই থেকে

Post a Comment

0 Comments