Advertisement

Main Ad

সাকিনা ! একজন মুমিন ব্যক্তির পুরস্কার !

আল্লাহ যখন আপনার পক্ষে, তখন কে আপনার বিরোধিতা করতে পারে? আবার আল্লাহ যখন আপনার বিপক্ষে , তখন কে আপনার পক্ষে ? আপনি যদি আল্লাহর ভালোবাসা পেয়ে যান তবে আপনার হারানোর কি আছে ? বরং কিছুই হারাননি । আর আপনি যদি আল্লাহর ভালোবাসাই হারিয়ে ফেলেন তবে সত্তিকার অর্থে আপনি কিইবা অর্জন করলেন ?

আল্লাহর ভালোবাসার ফলে আপনি যে ফলাফল,উপকার আর বিশেষ সুযোগগুলো পাবেন তা অগনিত ।তার মধ্যে একটি হলো-যদি আল্লাহ আপনাকে ভালোবাসে তবে মানুষের অন্তরেও আল্লাহ আপনার প্রতি ভালোবাসা দিয়ে দিবেন ।আর যদি মানুষ আপনাকে ভালোবাসে তবে তা তো একটি বিরাট অর্জন ।আপনার চারপাশের সবার ভালোবাসার পাত্র হলেন। যদি আল্লাহ আপনাকে ভালবাসেন তবে তিনি আপনাকে প্রজ্ঞা(হিকমত) দান করবেন ।

আর যাকে প্রজ্ঞা দান করা হয়েছে প্রকৃতপক্ষে তাকে প্রভূত কল্যান দান করা হয়েছে ।সে অল্প আয় দিয়েই সব প্রয়োজন মিটিয়ে খুশি হয় ।আর যাকে প্রজ্ঞা থেকে বঞ্ছিত করা হয়েছে কিন্তু প্রচুর সম্পদ দান করা হয়েছে সে শোচনীয় জীবন যাপন করে । একজন প্রজ্ঞাবান ব্যক্তি সাধারণ একজন স্ত্রী পেয়ে খুশি এবং সমৃদ্ধ হতে পারে।কিন্তু একজন অজ্ঞ ব্যক্তি ফাস্ট ক্লাস স্ত্রী পেয়েও দুঃখী হয় ।একজন প্রজ্ঞাবান ব্যক্তি শত্রুকেও বন্ধু বানিয়ে ফেলতে পারে ,কিন্তু একজন অজ্ঞ ব্যক্তি বন্ধুকেও শত্রু বানিয়ে ফেলতে পারে ।এক কথায় বলতে গেলে যাকে প্রজ্ঞা দান করা হয়েছে ;বস্তুত সে মহামূল্যবান কিছু অর্জন করেছে ।

আর এই হিকমত প্রদান করা হয় মুমিনদেরকে আল্লাহর পক্ষ থেকে তার ঈমান ও ভাল কাজের পুরস্কার হিসেবে ।আর এ সব কিছুই হল আল্লাহর ভালোবাসার ফল ।যখন আল্লাহ আপনাকে প্রজ্ঞা দান করবেন তখন তিনি আপনাকে তার পক্ষ থেকে সাকিনা (অন্তরের প্রশান্তি) দান করবেন । সাকিনা হল সন্তুষ্টি ,সুখ,আশাবাদ,সঠিকতা ,আত্মবিশ্বাস ,মানসিক সুস্থতা ও সঠিক অবস্থার নাম ।এই সাকিনা আপনাকে আপনার অধিকারে থাকা সকল সম্পদ হারিয়ে গেলেও আপনাকে সুখী রাখবে ।আর এই সাকিনা যদি না থাকে তবে আপনার সব থাকলেও আপনি দু;খে থাকবেন । হয়ত কেউ একজন প্রচুর সম্পদ ,সুন্দর স্বাস্থ্য,শক্তি ও বুদ্ধি দ্বারা নিয়ামতপ্রাপ্ত হুল,কিন্তু তার প্রজ্ঞার অভাব আছে তাহলে সে সবচেয়ে বড় হতভাগা ।

আর এই জন্যই বলা হয় “আল্লাহ অধিকাংশ মানুষকে স্বাস্থ্য,সম্পদ, বুদ্ধি,বিবেক ও সৌন্দর্য দেন কিন্তু আল্লাহ কেবল তার পছন্দের বান্দাদেরকেই সাকিনা (প্রশান্তি )দান করেন ।”

Post a Comment

0 Comments