Advertisement

Main Ad

রাত্রীস্মৃতি

নির্জন রাত্রি ,স্তব্ধতার দেহে বসে আছি অসহায়।
কতশত স্মৃতি আর লুকানো কথা মনে পড়ে যায়,
স্মৃতির দেয়াল নেই মোর ফাঁকা কষ্টে ভরা অবিরাম,
গাথিতে চাইনা কষ্ট আরো,সুখ দিলনা মোরে দাম,
নিঃসঙ্গ একা,বেদনার রথে চলছি অজানা পথে,
মোর প্রাণ মোর দেহে ছাড়া কেউ নেই আর সাথে,
তন্দ্রাবিহীন আঁখিদ্বয় যেন ভুলেছে শান্তির অসাড়,
আছি উত্তাল পাথারে, ফিরিবার আশা নাই আর,
স্তব্ধ রাত্রি, ভয়াল অন্ধকার মিশে যাবে আলোতে,
জানিনা মোর জীবন তরী,ঠাঁই পাবে কি তটেতে?
কত অসীম স্বপ্ন,আশা , মনেতে করে সন্তরণ,,।।
তার তীরে শত-সহস্র কালো ছায়া করে বিচরণ,,
আজ নিশি রজনী,কোথাও নেই সারা শব্দ তার,,
হাজারো স্মৃতি হাসায় মোরে, কোনোটি করে ভার,
অস্থির প্রহর,নাই ঘুম চোখে,বিষন্নতা করে ক্ষত,,
জীবন ভয়াল মার্গে চলাচলে আজ খুবি আহত,,
নিঃস্তব্ধ নিরবতা, ভীষণ কালো অন্ধকার শর্বরী,,
তার মাঝে তন্দ্রাহীন আমি,করি শুধু আহাজারি,,।
শর্বরীর আঁধারে গেছে মিশে,মোর জীবনের আঁধার,
অমানিশায় কাটে মোর জীবন হাজার লক্ষ বাঁধার,

Post a Comment

0 Comments