আমরা দুনিয়াকে ভালোবাসি। আমি ভালোবাসি, আপনিও ভালোবাসেন, আমরা সবাই দুনিয়াকে ভালোবাসি।এই ভালোবাসা খুব ছোট থেকেই আমাদের অন্তরে গেঁথে আছে। আমরা ভালবাসি দুনিয়ার ঘরবাড়ি, গাড়ি, মনোমুগ্ধকর জাহাজ, টাকা-পয়সা, নারী, জনপ্রিয়তা, সম্মান,পদমর্যাদা আর দুনিয়ার ক্ষমতাকে। যখন দুনিয়ার চাকচিক্য আমার কাছে আসে, আমি উত্তেজিত হই,খুশি হই এবং দুনিয়া যখন আমার থেকে কেড়ে নেওয়া হয় তখন আমি দুঃখ দুর্দশাগ্রস্থ হয়ে পড়ি। এই দুনিয়াকে আমরা ভালোবাসলেও, দুনিয়া আমাদের ভালোবাসে না। আপনি দুনিয়াকে পাওয়ার জন্য সবকিছুই বিসর্জন দিতে পারেন, এবং দুনিয়া আপনার থেকে শুধু নিবে কিন্তুু কিছুই দিবে না। আল্লাহ যিনি এই দুনিয়ায় সৃষ্টিকর্তা তিনিই একমাত্র এই দুনিয়ার আসল চেহারা চিনেন। আল্লাহ বলেন : "এবং পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কোনো সম্পদ নয়। " [৩:১৮৫]
আমরা ভাবি এসব খেলনা আমাদের জন্য আনন্দ বয়ে আনে, এটা বাস্তব নয়। প্রকৃত সুখ এটা নয় যে আপনার কতটুকু আছে, বরং তা হল আপনি কতটুকু ছাড়া বেঁচে থাকতে পারেন। আমরা ভাবি এসব খেলনা আর মোহ লাভের মাধ্যমে আমরা সর্বসুখে পৌঁছাতে পারব। আমাদের রাসূল (সঃ) বলেছেন "আদম সন্তানকে মাটি ছাড়া কোনো কিছুই পরিতুষ্ট করতে পারবে না "অর্থাৎ, যখন আমরা কবরে প্রবেশ করব তখনই পরিতৃপ্ত হবো। রাসূল (সঃ) আরো বলেন, যদি আদম সন্তানের কাছে একটি স্বর্ণের পাহাড় থাকে, সে আরো একটি পাওয়ার আকাঙ্কায় থাকবে। একবার মৃত্যু জীবনকে জিজ্ঞাসা করেছিল, কেন সবাই তোমাকে ভালবাসে, কিন্তু আমাকে ঘৃনা করে? তখন জীবন উত্তর দেয়, কারন তুমি যন্ত্রনাময় বাস্তব অথচ আমি এক সুন্দর ধোঁকা। এটাই দুনিয়ার বাস্তবতা, এখানে কোনো সুখ নেই। এই দুনিয়াতে কখনোই আপনি পরিতৃপ্তি পাবেন না। আল্লাহ এই বিশ্বের সৃষ্টিকর্তা,আসল সুখের সৃষ্টিকর্তা । তিনি বলেন, আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ প্রশান্তি পায়। [১৩:২৮]
আল্লাহর জিকিরেই আপনি আসল আনন্দ খুঁজে পাবেন, এই দুনিয়াতে না। আর এর বিপরীতে আল্লাহ্ তাআলা কোরআনে বলেছেন, যে আমার স্মরন থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ তার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন এক বেদনাদায়ক জীবনের এতে কোনো সন্দেহ নেই। [২০:১২৪]
আপনার জীবনে যদি আল্লাহ না থাকে, কখনও আপনি খুশি হতে পারবেন না,যতই ধন সম্পদ থাকুক না কেন আপনার। আপনি সত্যিকারের সুখ পেতে চান? আল্লাহর দিকে চলুন। সেখানেই আসল সুখ, দুনিয়ায় নয়। মিথ্যে মরিচীকার পেছনে দৌড়ে আপনার জীবনকে নষ্ট করবেন না,যা আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে সবকিছুই ধ্বংস হবে। আপনি প্রকৃত সুখ চান? আল্লাহর পথে চলুন। তখনই আল্লাহ আপনাকে এই দুনিয়ায় এমনকি আপনার সেই ঘরে শান্তি দিবেন, যা আপনার আসল ঘর, যা চিরস্থায়ী যার কোনো মালিকানা থাকবে না আপনি ছাড়া। আর তা হলো জান্নাহ্। সেই জান্নাতকেই আমরা খুঁজছি। উস্তাদ মুহাম্মাদ হুবলস
0 Comments