Advertisement

Main Ad

অভিজ্ঞতা-Experience_By Syekat



জীবণের প্রতিটি ক্ষেত্রে সব কাজেরই অভিজ্ঞতার প্রয়োজন আছে। কিন্তু অভিজ্ঞতার সনদপত্র পাওয়া ততটা সহজ নয় যতটা সহজে বলা যায়। সব কাজেরই অভিজ্ঞতা বলতে এখানে ভালো-মন্দের সংমিশ্রনকেও বুঝায়।ভালো কাজের সকল অভিজ্ঞতা ব্যাক্তি কর্তৃক নিজে করাই সবচেয়ে যুক্তিনির্ভর উপায়। কিন্তু মন্দ কাজের অভিজ্ঞতা কেমনে অর্জন করব? আর কি হবে এই মন্দ কাজের অভিজ্ঞতা অর্জন করে? উত্তরের সপক্ষে বলা যায় যদি মন্দ কাজের প্রভাব বা কুফল জানা যায়,তবে সেসব মন্দ কাজে ঝুঁকবার প্রবনতা অনেকাংশে হ্রাস পায়। কিন্তু কেউ তো কখনো জীবন নষ্ট করার ঝুঁকি নিবে না মন্দ কাজের অভিজ্ঞতা অর্জন করে,এবং এটাই বাস্তবতা। কিন্তু যাদের চর্মচক্ষু প্রসারিত তারা ব্যাপারটা অন্যভাবে দেখে। বাজে কাজগুলো বা মন্দ অভ্যাসগুলোর যে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করতে হবে এমন কোনো কথা নেই। কতিপয় কাজ অাছে যার অভিজ্ঞতা প্রত্যক্ষভাবে করতে চাইলে দেখা যায় জীবণের অনেক ক্ষতি হয়ে যায়। আমার মতে সেই ব্যক্তিই সর্বাপেক্ষা বুদ্ধিদীপ্ত যে জীবনে সব ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করে, কিন্তু কতক অভিজ্ঞতা( মন্দগুলো) সে অন্যের জীবনের অভিজ্ঞতা থেকে অর্জন করে।যেসব অভিজ্ঞতা নিঃসন্দেহে অপার্থিব এবং অবাঞ্চনীয়। এভাবে পরোক্ষভাবে হলেও সব অভিজ্ঞতা অর্জন করা যায়। এতে জীবনে ক্ষতি হওয়ার সম্ভবনা থাকে না।তাই সমাজে এমন লোকদেরও প্রয়োজন আছে যারা এসব অপার্থিব এবং অবাঞ্চনীয় কাজ করে থাকে। তাদের থেকে কিছু না পেলেও অনেক অভিজ্ঞতা অর্জন করা যায়।।


Post a Comment

2 Comments