Advertisement

Main Ad

তােমায় খুঁজছে রাজপথ

হে যুবক ! জেগে ওঠা আর ঘুমিয়ে থেক না । তুমি চোখ মেলে কি কিছু দেখছ ? আজ পৃথিবীর প্রতিটি দেশে প্রতিনিয়ত আগুন জ্বলছে । হে যুবক ! সময় এসেছে তােমার জেগে ওঠার তুমি সময় নষ্ট কর না । দিন শেষ অপেক্ষার । তুমি জেগে ওঠবে এটাই আজ মুসলমানের কামনা । তুমি আজ না জাগলে । মুসলমান দিবে তােমায় ভর্ৎসনা।

হে যুবক ! তাকিয়ে দেখ দুনিয়ার দিকে । চেয়ে দেখ মুসলমান আজ ধুকে ধুকে কেঁদে মরছে । এর একটাই কারণ । তাহলাে , মুসলমানের ঐক্য গেছে ভেঙ্গে । তুমি ওঠ ! ইসলামের ঐক্য আবার গড়ে দাও । হে যুবক ! তুমি এসাে । তােমায় খুঁজছে রাজপথ । তুমি ভুলে যাও ইসলাম ছাড়া ভিন্ন মত । তুমি ওমরের মতাে সাহসী কণ্ঠে আওয়াজ তোল । বীর খালিদের মতাে এগিয়ে । যাও দীপ্ত পদক্ষেপে ।

হে যুবক! তারুণ্যের উদ্যম শক্তি তােমার বাহুতে।দুরন্ত সাহসিকতায় আত্মবিশ্বাসী তুমি । তবুও তােমায় বলছি দুনিয়ার চাকচিক্য তােমাকে মােহগ্রস্থ করে তুলেছে ! ক্ষণিকের আলােকচ্ছটা তােমার দৃষ্টিকে আচ্ছাদিত করে ফেলেছে । ক্ষণস্থায়ী ভােগবিলাস তােমার মস্তিষ্ককে বক্র করে দিয়েছে । সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য করে তােমার সামনে প্রতিনিয়ত উপস্থাপন করা হচ্ছে । কিন্তু তুমি কি ভুলে গেছ ভুলে গেছ কি মৃত্যু নামের এক অদৃশ্য বস্তু তােমাকে সর্বদা তাড়া করে ফিরছে ! যার ধরাছোঁয়া থেকে তােমার পূর্বপুরুষদের কেউ পালাতে সক্ষম হয়নি । তুমিও পালাতে পারবে না । তাইতাে বলছি, এখনাে সময় আছে । “ ভয় কর তাকে যিনি তােমাকে সৃষ্টি করেছেন সুন্দরতম গঠনে । ।

জীবনটা অতি সামান্য । এই পার্থিব সুখের পেছনে তুমি যতই দৌড়াবে ততই তােমাকে হতাশাগ্রস্থ করে তুলবে । তার চেয়ে ফিরে এসাে । হাতে তুলে নাও তােমার রবের দেয়া জীবনবিধান । আল কুরআন ও রাসূলের আদর্শে গড়ে তােল জীবনটাকে । তুমি কি ভুলে গেছ জাহান্নামের আগুনকে ? যেখানে তুমি নিক্ষিপ্ত হবে । কৃষ্ণবর্ণের অগ্নিকুণ্ড তােমার চামড়াকে দন্ধ করে দেবে ! মৃত্যুকে তুমি হাজার বার ডাকবে তবুও মৃত্যু হবে না । আবার বেঁচেও থাকবে না ! খেতে দেয়া হবে পুঁজ এবং কাঁটাযুক্ত খাদ্য ! যা তুমি গিলতেও পারবে না আবার ফেলতেও পারবে না । তবুও কি তােমার হুঁশ ফিরবে না ? তােমার ভাবনার তরি কি তীরে ভিড়বে না ? তুমি বিদ্যা অর্জন কর সমস্যা নেই । তুমি সমাজ উন্নয়নে কাজ কর , সমস্যা নেই । কিন্তু এমন কোনাে কাজ করা যাবে না যা তােমায় আপন । সৃষ্টিকর্তাকে ভুলিয়ে দেয় ! হে বন্ধু ! তােমার রব তােমাকে অত্যন্ত ভালােবাসেন । তাইতাে তুমি তােমার পালনকর্তার অভিমুখী হও এবং তার আজ্ঞাবহ হও । তােমার জন্য রয়েছে জান্নাত । যার নিম্নদেশে প্রবাহিত হয় ঝর্ণাধারা । এসাে নবীন ! এসাে হে মুসলিম যুবক ! এসাে নওজোয়ান ! দীনের পথে মােদের সাথে । বন্ধু হও আগােয়ান ।

হে যুবক ! তুমি সাবধান হও ! কারণ মৃত্যুর পরই আসবে এক কঠিন সত্য । তাহলাে , হাশর । সেখানে যার আমলনামা বাম হাতে দেয়া হবে সে বলবে , হায় ! আমার আমলনামা যদি আমাকে আদৌ দেয়াই না হতাে এবং আমার হিসেব যদি আমি আদৌ না জানতাম ! তাহলে কতই না ভালাে হতাে ! হায় ! আমার মৃত্যুই যদি আমার শেষ হতাে । আজ আমার অর্থ - সম্পদও কোনাে কাজেই আসল না । আমার সকল ক্ষমতা ও প্রতিপত্তি বরবাদ হয়ে গেল । এবার ঠাণ্ডা মাথায় ভেবে দেখ , কী হওয়া উচিত তােমার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য ! আরাে ভাবাে যে , তােমার ইহকালীন কল্যাণ ও পরকালীন । নাজাতের লক্ষ্যে কী প্রয়ােজন - এই দুনিয়ার প্রতিপত্তি , নাকি আখেরাতের মুক্তি ?

Post a Comment

0 Comments