মর্ত্য সুখের স্বর্গ ভেবে, কর যদি অনিয়ম,
রাখ্ জেনে চিরকাল রবে কি তোমার দম?
তুমি হেয়ালী হয়ে থাক্ মেতে খেয়ালীপনায়
কেন কর অনিয়ম,ছলনা আর অবহেলায়।
ক্ষনিক তোমার বিচরন এই ধরার তরে
রাখিও স্মরণে সদা ,যাবে তুমিও ঝরে।
শখের ভুবন যেদিন,করিবে তোমায় পর,
পারবে না করিতে কভু,মৃত্তিকায় চরাচর।।
স্বপ্ন সকল সেদিন, হরাবে চোখের কোণে,
হারাবে সকল রঙ্গিন আশা ছিল যত মনে।
বিদায়ের ধ্বনি যবে,বাজিবে তোমার কানে,
যেতে হবে নিশ্চই তোমায়,ওপারের টানে।
তোমার প্রিয়জন সবি, যাবে তোমায় ভুলে,
করুনা পাবেনা তুমি, দেবে আধাঁরে ঠেলে।
নিশ্চুপ পাথরের ন্যায় লুটাবে তোমার দেহ
অনেকে আসিবে ভাই,কাঁদিবে হয়ত কেহ।
প্রসূন স্নিগ্ধ কোমল মহি, হবে যেদিন হারা,
রাখিও জেনে যাবেনা সাথে,পাপ-পূন্য ছাড়া
যতই গড় সম্পদ পাহাড়,অভ্রচুম্বী ইমারত,
চড়িতেই হবে একদিন শোন্ তিমিরের রথ।
রঙ্গিন সবি বিলীন হবে,শিহরিত আঁধারে,,
হয়ত রহিবে একাকী তুমি,অরণ্যের ধারে।
অতলতলে ভূতল,তার তলে সাড়েতিন হাত
সেথায় থাকিতে হইবে দিবা- নিশি রাত।
মৃত্তিকায় গড়া তনু,মৃত্তিকাই শেষ ঠিকানা,
যাবে কোন বা সে দেশে,গন্তব্য অজানা।
0 Comments